নিয়ন আলোর ঘূর্ণিপাকে
ঘুরছি সদাই দিনে রাতে,
মিলে না হিসাব এ মন
বন্ধুর দেখা নাই।
বন্ধুর দেখা নাই রে
বন্ধুর দেখা নাই,
বল নারে সই কোথায় গেলে
প্রাণ বন্ধুরে পাই।
বন্ধুর দেখা নাই রে
বন্ধুর দেখা নাই,
বল নারে সই কোথায় গেলে
প্রাণ বন্ধুরে পাই। ................... (ll)
আকাশ কুসুম স্বপ্ন বুকে
নর পিশাচী আপন সুখে,
ভেঙে দেয় স্বপ্ন এ মন
বন্ধুর দেখা নাই।
বন্ধুর দেখা নাই রে
বন্ধুর দেখা নাই,
বল নারে সই কোথায় গেলে
প্রাণ বন্ধুরে পাই।
সয় নারে মন এ যন্ত্রনা
কেমনে হটাই কু-মন্ত্রণা,
বন্ধু তোকে সাথে নিয়ে
এ জীবনটা সাজাই।
বন্ধু তোকে চায় রে মন
বন্ধুয়ারে চাই,
বল নারে সই কোথায় গেলে
প্রাণ বন্ধুরে পাই।
বন্ধুর দেখা নাই রে
বন্ধুর দেখা নাই,
বল নারে সই কোথায় গেলে
প্রাণ বন্ধুরে পাই। ................... (ll)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/০১ রজব ১৪৪১ হিজরি/২৬ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।