নস্টালজিয়ার এক নির্ঘুম ঘ্রাণ
প্রযুক্তির উৎকর্ষতায় অবাধ বিচরণ
হাসি কান্না, আনন্দ বেদনার সহাবস্থান
স্বপ্ন ভঙ্গে ক্লান্ত প্রজাপতির অসাড় অবস্থান
ভাইরাল আকাঙ্ক্ষায় নেতা বিষয়- নূর হোসেন।
তারই মাঝে তোমার মুক প্রাণ
শিয়রে করেছো বুকচাঁপা কষ্ট রোপন
পলাণ্ডুর ঝাঁজে কারবারি নবাবী আসন
অজেয় পাহাড় জয়ের দূর্ণিবার আকর্ষণ
তীর ভাঙে বারে বারে তবু প্রিয় তোমার মন।
বনিক স্বার্থ পূঁজি আত্মজ ঘোর
বুলবুল ঝড়ে পড়ে অনাথের বাসর
ক্ষয়ে যায় জলা ভুমি এ নদীর বালুচর
প্রকৃতির বিরুপ লয়ে তবু কাঁপেনা অন্তর
শাখে শাখে পাখি ডাকে কোথা বাঁধে ঘর!
একটি কথা বলতে চাই
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই
ব্যথিত প্রিয়তমার একটি ঘুমরাত চাই
মানুষের মৌলিক চাহিদার সম-বন্টন চাই
বিশ্ব জগতে একটি মানবিক সভ্য সমাজ চাই।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০১ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/১৮ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/১৬ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।