ক্রিং ক্রিং--
আসসালামু আলাইকুম।
হ্যালো, খাদিজা, পিএমজি স্কুল, খুলনা।
হ্যাঁ, কেমন আছিস?
চিনতে পেরেছিস তাহলে? কত বছর হলো বলতো?
মুকিতের কাছ থেকে কালকেই তোর নাম্বার নিলাম,
সেই ১৯৯২ থেকে আজ ২০১৯, দীর্ঘ ২৭টি বছর।
জীবনের শ্রেষ্ট সে ক্ষণ, স্কুলের স্মৃতি ডানা মেললো
প্রকাশ, মুকিত, হাফিজ, আমিন, নাসিম, রাসেল-
খাদিজা, ইতি, ফাতেমা, কঙ্কন, তরিকুল, লিয়াকত,
আরও কত বন্ধু প্রিয় "স্বপ্নের পায়রা" সারথী।
সিজিএস কলোনী, বৈকালী, রায়ের মহল
মুজগুন্নী, খালিশপুর সকাল দুপুর মধুর স্মৃতি
পড়ন্ত বিকেলে ক্রিকেট/ফুটবল, সন্ধ্যায় বাসায় ফেরা।
কেমন আছেন শ্রদ্ধেয় রঞ্জিত স্যার, মফিজ স্যার
সোবহান স্যার, দুষ্টামি ভরা সেই প্রিয় ভাইডি স্যার,
চোখের কোনে হঠাৎ অশ্রু জমে, থাক আজ অধরাই!
তবে কি সেই সময়টাই ছিল জীবনের শ্রেষ্ট সময়!
ভেবে ভেবে দিশেহারা, আর খুঁজি সেই প্রিয় মুখ
কেন সম্ভব নয়-- টাইম মেশিনে চড়ে চলে যাওয়া!
সেই মধুক্ষণ, সেই ক্লাশরুম, রঞ্জিত স্যারের অংক,
সোবহান স্যারের ইংরেজী, প্রিয় আসাদুল হক স্যার।
স্মৃতিভোলা হয়ে খুঁজি, বিজ্ঞানের স্যার যেন কে ছিলেন?
মোস্তাফিজ, শাখাওয়াত, আলাল লুকোচুরি ভালোবাসা
আজও স্মৃতির ডায়েরীতে জমা, না বলা প্রেম মন মন্দিরায়,
তানিয়া, চিন্ময়, সেলিম, জাহিদ- কেমন আছিস সবাই?
খুব করে মন চায়, চল আর একটি বার ফিরিয়ে আনি
সেই ক্লাশ, সেই শ্রদ্ধেয় স্যার, সব বন্ধুরা একসাথে হৈচৈ।
সময়, ব্যস্ততা, কালের রং হয়'বা কিঞ্চিৎ বদলেছে,
মনের মনিকোঠায় জমে থাকা সেই ধুলোপরা মধুর স্মৃতি।
অনেকের নাম ডুবোচরে ভাসমান, ক্ষমা করে দিস।
আজও ভুলতে পারিনি বন্ধু তোদের,
সেই স্কুল জীবন, ভালোলাগা, ভালোবাসা, বন্ধুত্ব ।
কালের স্রোতে হয়তো এ জীবন হারিয়ে যাবে,
হারাতে চাইনা বন্ধু তোদের, তোদের মধুর স্মৃতি।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/২১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/১৯ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।