হাতি মশাই বড্ড পাঁজি
রাস্তাতে রয় দাঁড়িয়ে,
মাহুত স্যারের নির্দেশে
ভিখে যে শুড় বাড়িয়ে।
ড্রাইভারে বিশ টাকা দেয়
ঘুরায় গাড়ীর চাকা,
আমলা মশাই পিছনে তার
কালো গ্লাসে ঢাকা।
মন্ত্রী আমলা সকল মশাই
দামী গাড়ী হাকিয়ে,
সঠিক বেঠিক যেদিক খুশি
জনতা রয় তাকিয়ে।
পিঁপড়েসম জনতা সব
হাতির পায়ে মরে,
ব্যাগ ভর্তি হাতির কামাই
সাঁঝে মন্ত্রীর ঘরে।
খাচ্ছে মন্ত্রী আমজনতা
খাবে হাতির রোস্ট,
এত খাবার খেয়ে খেয়ে
পেট যেন বারপোস্ট।
আর খেওনা পিঁপড়া হাতি
খেওনা জনতা আম,
গরবরিয়ে গেলেই তবে
বুঝবে খাওয়ার দাম।
খেয়ে খেয়ে আকাশ সম
তোমার পেট ফাঁটিলে
পিঁপড়া হাতি সব সমেত
খাবে শকুন চিলে।
গণতন্ত্র প্রজাতন্ত্র
কিতাবে সব আছে,
ধর্মতন্ত্র মানবতন্ত্র
যাও জনতার কাছে।