ছোট্ট সোনামনির মুখের
হরেক রকম বুলি,
কিছুটা তার অস্ফুট স্বর
মধুর স্মৃতির ঝুলি।

ঠোঁট গোলাকার মিষ্টি সুরে
বু বু ডাকে যখন,
অপেক্ষা-তে রয় তাকিয়ে
মা বলবে কখন!

পিন্দিপিতান কিংবা কোন
অর্থ বিহীন শব্দ,
ভালো লাগে আমাল তোমাল
জীবন শুরুর পদ্য।

সময়ের রথে চলছে জীবন
এইতো তারই রীতি,
অবহেলার সেই ধুলো চরে
থাকে পরে প্রীতি!

কালের স্রোতে মধুর সে ক্ষণ
হারায় স্মৃতির পটে,
খুব করে মন চায় যেতে সেই
আনন্দময় তটে।

# পিন্দিপিতান- প্যান্ট, আমাল তোমাল- আমার তোমার

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ/১৯ রজব ১৪৪৪ হিজরি/১১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ।