হরদম পিকনিক চলে আয়োজন
বসন্তের বাতায়নে সুবাসিত মন।
বিদ্যালয়ের ছেলে মেয়েরা মিলে সবে
পিকনিকে মেতেছে আনন্দ কলরবে।
শত কাজের ভীড়ে অফিসের বাহিরে
সবে মিলে চল আনন্দ গান গাহিরে।
আজকে আমার হারিয়ে যাবার দিন
বাঁধন হারা উল্লাসে করিব রঙ্গীন।
বছরের ক্লান্তি মোর জরা ব্যধি যত
ভুলেই আনন্দে মাতি আজ অবিরত।
মননে সুখের লাগি নতুনে গমন
হোক তবে নিরাপদ আনন্দ ভ্রমন।
নবোদ্যমে শুরু হোক আগামীর চলা
শুভ হোক পিকনিক এই মম বলা।
সাভার, ঢাকা।
Email: zahidmadaripur@gmail.com