আর কতটা পথ পেরোলে রূপালী ঝিলিক ফিতা
অপেক্ষা মন ক্লান্ত পথিক তোমার খোঁজে সুমিতা,
উজানে তরী পাল মাস্তুল উই বিষদাঁত গিলে
কানার রাস্তা নয়কো সস্তা কান নিয়েছে কি চিলে!
নাবিক হাঁকে চোরা সে বাঁকে একটু সামলে চলো
কে শোনে কা'কে শেয়াল ডাকে এ নয়ন ছলছল।
রূপালী ইলিশ নদী জলে ঘোলা মাস্ক পাতা জাল
সাঁতার বন্ধ অস্থির ক্ষণ দেহে প্রাণ বেসামাল,
এভাবে স্বভাবে দুষ্ট ক্ষত দেখায় নরক পথ
নয়কো সোজা জীবন বোঝা দাঁড় টানা সেই রথ।
মানবতা হেথা কেঁদে মরে দখলে কত না রঙ
পিষে মার মন মানবের করোনা গ্লাসের ঢং।
ভাঙ ঘুম জাগো হে পথিক প্রত্যয়ে রূপালী ফিতা
একটু এগিয়ে ধরো হাত ঐ বাসনায় সুমিতা,
জ্বরাব্যাধি শত ধুলো যত সে রাস্তা দীঘলকায়
হটাও শঙ্কা বাজাও ডঙ্কা প্রিয়তমা দেখা যায়!
অনেক সয়েছি আর নয় জাগাও প্রেমের মন
বাঁচার আশে প্রভাত হাসে শুরু হোক আয়োজন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ/০৯ জিলক্বদ ১৪৪১ হিজরি/০১ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ।