বন্ধুরে তুই প্রেম শিখাইয়া
গেলি চলিয়া,
কেমনে থাকি বলনা পাষান
নিঠুরিয়া।                      .... (ll)

বন্ধুয়া মন পাগল পারা
ভালোবাসিলি,
আজ কেন আমাকে তুই
পর করিলি।
বুঝলিনা মন প্রাণের বন্ধু
বাঁশরিয়া।                     .... (ll)

প্রেমেই সৃষ্টি দুনিয়াদারী
প্রেমিক কারিগর,
বিরহের এই অথৈ জলে করলি আমায় পর।

চন্দ্র তারা মাঝ নিশিতে
হৃদয় অনল বন,
তোর বিরহে হইলো বন্ধু
পাগল আমার মন।
আজ দেহ চলে অস্তাচলে
নয়ন ভরিয়া।                  .... (ll)

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ/২৯ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/২৬ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।