পরিযায়ী প্রিয় পাখিরে তুই
কোন দেশেতে থাকিস!
তোর বুকেতে জমানো কষ্ট
ক্যানভাসেতে আঁকিস।
গণতন্ত্র এ কোন ভবে
নিশানে মিনার ভাঙ্গে!
করোনা ঘুম রাত্রি নিঝুম
ধ্বংস আবীরে রাঙে।
মদে মদির চিত্ত নেশায়
সভ্যতা গিলে খায়!
অস্থির ক্ষণ দ্রোহী এ মন
সময়ের অপেক্ষায়।
সত্য ঝড় উঠলে পরে
পালাবি কোথায় বল!
মানবতার সঙ্গে রে মন
করিস না আর ছল।
কত বীরবল ইতিহাসে গত
ঊদ্ধম্বে হয়েছে নত,
সৃষ্টির মহান মালিকের নজর
শোষিতেই অবিরত।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/০৪ রজব ১৪৪১ হিজরি/২৯ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।