আউলা বাতাস বাউলা মনে
বন্ধু তোর আসন....... (II)
আসিস বন্ধু আমার বাড়ি....... (II)
দেখিস পাগল মন-রে বন্ধু
বন্ধু তোর আসন।
বন্ধুরে তুই আমায় ছাড়ি
থাকিস না সুদূরে....... (II)
তোর বিহনে বন্ধু আমার....... (II)
মনতো রয়না ঘরে-রে বন্ধু
থাকিস না সুদূরে।
অবহেলায় দিন চলে যায়
সুখ আনন্দে মাতি....... (II)
আঁধার সমন দিবস গমন....... (II)
নাইকো সেথায় বাতি-রে বন্ধু
সুখ আনন্দে মাতি।
তােরে আমি চাইরে বন্ধু
চাই তোর ভালোবাসা....... (II)
তোর বিহনে পাগল মনে....... (II)
মিটবে না পিয়াসা-রে বন্ধু
চাই তোর ভালোবাসা।
তোরই প্রেমে পাগল জাহিদ
দিন রজনী কানা....... (II)
তোকে ছাড়া ঐনা বাসর....... (II)
না'পাই শেষ ঠিকানা-রে বন্ধু
দিন রজনী কানা।
আউলা বাতাস বাউলা মনে
বন্ধু তোর আসন....... (II)
আসিস বন্ধু আমার বাড়ি....... (II)
দেখিস পাগল মন-রে বন্ধু
বন্ধু তোর আসন।
আউলা বাতাস বাউলা মনে
বন্ধু তোর আসন....... (II)
আসিস বন্ধু আমার বাড়ি....... (II)
দেখিস পাগল মন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৮ আশ্বিণ ১৪২৫ বঙ্গাব্দ/২২ মহররম ১৪৩৯ হিজরী/০৩ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com