এ কোন সভ্যতা আজ বেঁচে থাকা দায়,
সেলফি প্লাবন স্রোতে কি করি উপায়!
ডাস্টবিনে জন্ম শিশু ফেলে সুখি মন,
পরাজিত মানবতা কাঁদে তরু বন!
বিরহী মনের দ্বার অর্থ দম্ভ খুঁটি,
তুমি কার কে তোমার চেপে ধরে টুটি!
জন্ম জীবনের হেথা এই কি গো সন্ধি,
ভালোবাসা স্নেহ মায়া অর্থ বৃত্তে বন্দী!
চোখে ভাসে মনাকাশে প্রেমে বোনা নীড়,
ভালোবাসা স্বপ্ন আশা মন সু-নিবিড়।
অর্থে কেনা সুখ মন সুখের অসুখ,
তাই নিয়ে মাতামাতি অর্থতে উন্মুখ!
মানবতা ভুলে সবে অর্থ মোহে মাতি,
আসবে কি সেই ক্ষণ সত্যের প্রভাতি!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/২৮ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/২৩ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।