জন্মই কি তবে আজন্ম পাপ
চিত্ত খরায় মন,
অনলে পোড়ে ভবে অনাদরে
মানবের জীবন।

অট্টালিকা গাড়ি রূপসী নারী
বিলাসিতা প্রত্যয়,
আজ অকারণ হৃদয় হরণ
জীবনের পরাজয়।

ভোট ও ভাতের এতটুকু দাবি
বেঁচে থাকার অধিকার,
কত ক্রোশ পথ পার হলে রথ
পায় নি জবাব তার!

তবু মনে আশা বুকে বাঁধি বাসা
আসবে সোনালী দিন,
শত অনাদরে কত প্রাণ ঝড়ে
কেমনে শুধিব ঋণ।

হায়রে এ মন প্রেমের ভুবন
অকালে ই ঝরে বন,
মানবতা জয় আশা প্রত্যয়
আগামী অঙ্কুরে মন।

হৃদয়ের ভাষা ভেঙে দূর আশা
গড়ি আগামীর দিন,
মানব এ মনে জাগে অনুরণে
শুধিতে হইবে ঋণ।

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/২৩ রজব ১৪৪০ হিজরি/৩১ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।