আজি প্রভাত তারায় তন্দ্রা হারাই
মল্লিকার ঘ্রাণে,
তুমি চলে এসো বন্ধু আমি'যে
তোমায় বিহনে।
তুমি এসো প্রিয় এসো আমার
হৃদয় মন্দিরে,
আমি সাজিয়ে কুঞ্জ বাঁধি'যে সুর
প্রেমেরই বন্দরে।
লয়ে সোনাল ফুলেতে গাঁথিব মালা
পরাব তার'গলে,
আজ প্রিয়া আসিবে বাশরী বাজিয়ে
মননও বিউগলে।
নাও বোশেখী হিমেল শীতল পরশ
অঙ্গে মাখিয়ে,
এসো এসো প্রিয় ঘরেতে আমার
চাঁদ'মুখ লুকিয়ে।
প্রাত সাঙ্গ হলে রবির বদন
এখনি উঠিবে,
তুমি এসো আমার বাংলা নববর্ষ
শুভ্র অনুভবে।
আজি প্রভাত তারায় তন্দ্রা হারাই
মল্লিকার ঘ্রানে,
তুমি চলে এসো বন্ধু আমি'যে
তোমায় বিহনে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ/২১রজব ১৪৩৯ হিজরী/৯ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190