নূপুর আমি পরবো না মা
আমায় নূপুর পরাস না,
নূপুর হেরি শিকল বেড়ি
শিকলে তুই জড়াস না।
কত ঘুমরাত জাগিয়া শিয়রে
কত দিন গেল চলি,
শত অনাদরে দিয়েছি বিলায়ে
প্রিয় কত অঞ্জলি।
শত ব্যথা সয়ে জড়ায়ে বুকেতে
ছেড়া কাঁথা সম্বল,
দেখাসনে আর স্বপন আমারে
হিম পৌষালী কম্বল।
দেখনা জননী ঘুমভাঙ্গ চোখে
বেলা'যে বয়ে যায়,
নয় আর দেরী মা'যে অনাদরী
কত ব্যথা বুকে বায়।
অনেক সয়েছি কাঠফাটা রোদ
চাই যে শান্তি মননে,
ওঠো বাহে ঐ জেগেছে নবীন
পুষ্প মায়ের কাননে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/২০ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/২৯ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।