এ কেমন অঙ্গে মাখা রঙ্গবেড়ী যায় না দেখা,
জন্মে ছিলাম একা যাবার বেলা তবুও একা।
কিছু এই প্রেম অনুরণ মর্তালোকের স্বপ্ন চাবি,
ছুঁই ছুঁই সুখের আশে মনাকাশে বিরহ ছাবি!
স্বাধীন অধীনতা আজ মানবতা কয় না কথা,
স্বাধীন কেমনতর বলতে পার কোথায় ব্যথা?
ভাঙব কেমন করে চক্রাকারে ঘুড়ছে জাহান
এই কি প্রেম-পিরীতি সৃষ্টির রীতি স্রষ্টা মহান।
তবু মন অপেক্ষাতে দিনেরাতে ভাঙছি তালা,
মেটে কি যন্ত্রনা মন মন্ত্রনা পাঠ বুকের জ্বালা।
বলছে কত কথা দেয় কি ব্যথা পাড়ার লোকে,
কাটছে অভুক্ত রাত উদরে বাঁধ আপন শোকে!
জীবন সংসারে সুখ স্বাধীন অসুখ এ অধীনতা,
পড়েছি শিকল বেড়ী সুখের তরী ভাসান প্রথা।
মন বাঁচার আশে উর্ধ্ব শ্বাসে চাই স্বাধীনতা,
মিলন হোক যে মধুর স্বপ্ন বধুর প্রেম কথা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ/০৫ জিলহজ্ব ১৪৪১ হিজরি/২৭ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ।