দিনের শেষে আঁধার বেশে
রাত্রি নামে পটে,
বছর শেষে জীবন অংকে
হিসাব অমিল ঘটে।
রক্ত খাদক জোক মহাশয়
আপন কর্মে রত,
শুকায়নি মোর ধর্ষিতা মেয়ের
নির্যাতনের ক্ষত।
জুলহাস খায় বিশাল পেটে
বাংলা সমেত মাটি,
যাচ্ছে বছর আসে আগামী
রঙিন ফানুস খাঁটি।
আধারিমা হাল মিথ্যে মাকাল
ধুয়ে মুছে করি সাফ,
নইলে নিঃশ্ব আগামীর বিশ্ব
করবে না কভু মাফ।
খোল নয়ন নবীনের দিন
অন্তরে জ্বালো আলো,
নতুন বছরের শুভেচ্ছা রইল
মোছ আঁধার কালো।
প্রভাত কিরণ নতুন বছর
হৃদয়ে কত না স্বপন,
উজ্জ্বল দিন আলোক প্রভাত
আগামীর বীজ বপন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৮ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/২৪ রবিউস সানি ১৪৪০ হিজরী/০১ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।