অধরা এ জীবনের কত ভুলচুক,
অজ শাবকের অসার স্তনে মারা ঠোক।
হররোজ শীত পিঠা চলে হরদম,
নিশি তে পসরা বেনারসী বেশরম।
নাটাইয়ের সুতো ঘুড়ি উড়ে অখিলে,
অত্যয় খুঁজে ফেরে শকুনী কি'বা চিলে।
শালিক মাঁচায় বসি আতপে মাখে গা,
খুড়া রোগে বুড়া ভোগে কেউ তো দেখে না।
আজ ভোরে চুপিসারে আসে নির্বাচন,
কাতারে দেয় যে উঁকি কত সুধীজন।
চেনা অচেনার ভিড়ে খুঁজি সেই আলো,
অভাগী বাংলা মাকে কে বাসিবে ভালো।
কেনাবেচা ঢেড় হল আর নয় ফেরি,
নির্বাচন আগামীর মহান কাণ্ডারী।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/০৩ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/১২ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।