নীল খামে উড়ো চিঠি আজ পাঠালাম
জানিনা ললাটে কিগো তার পরিণাম!
বুকের জমান স্মৃতি ভাসে সরোবর
মেঘে ঢাকা নীলাকাশ জাগে আরবার।
সোনালী পায়রা ঝুটি গুঞ্জরিত সূর
অধরা হৃদয় মম চায় অতি দূর।
সুমিতার সনে মিতা হবে কিগো আর
পাড় ভাঙে ঘর ভাঙে ভাদর ভাগার।
জীবনের চোরাস্রোতে চোরাবালি প্রাণ
কেমনে সুধায় মন করে আনচান!
সুখ সুখ অসুখেতে সত্যাগ্রহ ছাড়ি
হরি লুট হরদম এ প্রাণ সংহারি!
এ মন সাজাও বাসা সুমিতার সনে
অসূর বধের বাণী "আযহা"র ক্ষণে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ/১৪ জিলহজ্ব ১৪৪১ হিজরি/০৫ আগষ্ট ২০২০ খ্রিস্টাব্দ।