কোরবানী-তে শহর গঞ্জে
বসছে খাসি গরুর হাট,
ধনী ও গরীব দিচ্ছে উঁকি
ভেতর শূন্য উপর ঠাট।
রাজনীতি আজ নীতি ঘোরে
নেতার আসনে দর্জি বোস,
ফিতার মাপে অর্থের তাপে
নেতাই বলে, কার কি দোষ!
বাজার থেকে লিচু আপেল
ঠোঙ্গা সমেত কিনছি তাই,
কোন কারিগর ঠোঙ্গা তলে
ওজনে কম মানতে চাই?
কোন ছাগলে লাঙ্গল চষে
গরুর লাদ তো বড়ি নয়,
টাকার জোড়ে কিনছো নেতা
টাকায় বলো আর কি হয়!
যার যেখানে থাকার কথা,
মানবের শিশু কি জঙ্গলে!
রক্ত নেশার বন্যরা আজ
শহরের মুখো কার বলে?
শেষবেলা তে টাকার খেলা
নিবে কিছু তার পরপারে?
কার নেশায় উড়াও ঘুড়ি
মানবতা কাঁদে ঐ ভাগাড়ে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ/০৪ জিলহজ্ব ১৪৪১ হিজরি/২৬ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ।