আর কতকাল ছন বাঁধনে
ভেন্না ডালে গড়বো বাসা!
আলতো হঠাৎ ঝড় বাদলে
যাচ্ছে ভেঙে স্বপ্ন আশা।
কিংবা নিকষ বালির বাঁধ
একটু বানে ই ছন্দহারা,
তোমায় নিয়ে কল্পনা সেই
পর্দা বালিশ কষ্ট তাড়া।
উর্বরা মা মৃত্তিকা মোর
কেঁচো ফেলে মরণ নেশা,
নবীন প্রবীণ প্রীতি বন্ধন
অর্থ মোহে খোয়ায় পেশা।
বণিক ভাষণ লেহন পেষণ
মহান নেতার সেই সে দেশ,
সুজলা সুফলা শস্য শ্যামলা
এই কি আমার বাংলাদেশ?
বন্যেরা থাক জঙ্গলে আর
সঠিক নেতার আগামী দিন,
অনেক দামে কিনেছি বাংলা
কেমনে শুধিব রক্তের ঋণ?
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩.০৯.২০১৯ইং