ছুঁই না ডায়েরী কিংবা কলম দিন গত হলো কতো
না হয় লিখি কাব্য কথায় বুক পাঁজরের ক্ষত,
এই তো আছি ভালো ই শুধু এ জীবন নাভিশ্বাস
যে ক'টা দিন থাকি বেঁচে থাক পড়ে মনো-আশ!
শিরদাঁড়া টা পাই না এ ভবে হারিয়ে গেল বুঝি
বস্তা বন্দি ঐ সনদের মাঝে মানব শিক্ষা খুঁজি!
এ্যালসেশিয়ান বউয়ে র ভারে বৃদ্ধাশ্রমে পিতা
ভাইয়ের শত্রু বিভীষণ আজ কেনই তবে মিতা!
বাজার গরম নেইকো শরম আইন-সভা তে আশা
রাজনীতিবিদ ঘুমের দেশে পুঁজির স্বপ্নে ঠাসা!
দেশপ্রেম আর আদর্শ-পাঠ ঠোঙ্গায় ভরা মুড়ি
চাঁদের দেশে নেই বুঝি সেই চড়ক কাটা বুড়ি!
বাংলা আমার বাংলা তোমার জাগে কোটি প্রাণ
সত্য আলোয় এ দেশ গড়ি হাতে হাত বলিয়ান,
এক মুজিবের স্বপ্নে স্বাধীন, লক্ষ যুবার প্রাণ
প্রয়োজনে প্রস্তুত, রাখবো স্বাধীনতার সম্মান।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৭ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি/২৩ অক্টােবর ২০২২ খ্রিস্টাব্দ।