হামাগুড়ি দিচ্ছে শিশু, শিখবে যে হাঁটা,
উৎসাহ দাও সবাই, বলনা টা-টা।
শিখবে হাঁটা তাইতো, পড়ে বারে বারে,
দেখে শেখার চেষ্টা, সবে কেমনে করে।
জগতে শেখার, কত শত আয়োজন,
শিখেছে বিদ্বান, ঘুরিয়ে রাখে কি মন?
শিক্ষা শুধুই তোমার, আর কারো নয়!
সমাজবদ্ধ তবে কি, মিথ্যে অভিনয়?
আসরে নতুন কবি, এসেছে শিখতে,
মনের জমানো কথা, কাব্যতে লিখতে।
সভ্য শত জনা মাঝে, করে বিচরণ,
শিখে শিখে লিখে যাওয়া, মন কারণ।
ভুলচুক ধর শিখে, তুমিই মহান,
অনুজকে কৃপায় রাখ, ওহে বিদ্বান।
# # ব্যক্তিক নয় সামষ্টিক ভাবনায় এ সনেটিক কাব্য কথা। আসরে যে সকল নতুন কবি আসেন, তাদেরকে সাথে নিয়েই একটি ভালবাসার সেতুবন্ধন তৈরীর মানসিকতায় এ প্রচেষ্টা। কেউ ব্যক্তিগতভাবে নিবেন না, বিনীত অনুরোধ রইল। # #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ/২৪ রজব ১৪৩৯ হিজরী/১২ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190