কুয়াশা আদর পৌষের ভোর
রবির কিরণ ফোটে,
জাবির সোনা এ চাঁদের কণা
স্কুলের পানে যে ছোটে।
নতুন বইয়ের মৌ মৌ ঘ্রাণ
খুশিতে পাগল মন,
প্রজাপতির রঙিন ডানায়
উতলা আলোক বন।
বিশ্ব জয়ের স্বপন হৃদয়ে
জ্ঞানের প্রদীপ জ্বালি,
মায়ের প্রেমেতে প্রত্যয়ী মন
দেব সুখ জলাঞ্জলী।
সম্মুখের সব ময়লা ধুলো
সবাই করবো সাফ,
নোংরা যারা করবে তাদের
করবো না আর মাফ।
শ্রেণীর সকল বন্ধু আমরা
ভাই-বোন মিলেমিশে,
গড়বো প্রিয় সোনার বাংলা
মনে-প্রাণে ভালোবেসে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/০৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/০১ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।