বিশ্ব নারী দিবসে প্রণামী ভক্তি সম্ভাষন
স্বশ্রদ্ধ সম্মানে সবে নিজ নিজ আসন।
জগতের নারীকুল জননী-জায়া-কন্যা
প্রেমময় ডোরে বাঁধা রূপেতে অনন্যা।
ধরাতলে সৃষ্টি সবে আদম হাওয়াতে
নহে কেহ বড়-ছোট দু'জনার চাওয়াতে।
দু'য়ে মিলে সৃষ্টি প্রিয় জগত সংসারে
একে ভিন্ন অন্যে নাহি বাঁচিবার পারে।
ক্রন্দন মনমন্দিরে মোর অহর্নিশ জাগে
নর-নারী ভেদাভেদ ব্যাথা অনুরাগে।
নারী সে'কি মানুষ নয়
তার জন্য কেন ভিন্ন দিবস হয়?
পুরুষ সে'কি মানুষ নয়
তার জন্য কেন ভিন্ন দিবস হয়?
সবে বন্দনায় মাতি নারী শর্বরী গীতা
নিরালায় ভাবি সে'কি পুতুলের মিতা?
স্বামী ভক্তি মায়ের মুক্তি আমি পদতলে
কতনা মধুর বোল ধর্ম কাব্যে বলে।
কেবলি কাতর স্বরে বলি সবিনয়ে
মানব সবে মোরা শুধু লিঙ্গ ব্যাত্যয়ে।
মন্দ রিপু ক্লেদ যত মনুষ্য সমাজে
সংহার করে সবি, মরি মম লাজে।
দিবস হতে হলে দু'য়ে মিলে সদাশয়
নারী দিবস এক, পুরুষেতে অন্য হয়?
সুন্দর এ ধরাতলে নারী পুরুষ মিলে
এসো গড়ি সুখী পল্লী আনন্দ মিছিলে।
মননের রিপু ক্লেদ করি সংহার
সুন্দর আগামীর শ্রেষ্ট উপহার।