আজ নয় কাব্য কথার হাঁড়ি,
কত'না রূপে তোমায় হৃদে আঁকড়ি।
দাদী নানী, গর্ভধারিনী জননী,
শত জন্মে শতবার সততই ঋনী।
স্ত্রী কন্যা তুমি প্রেমিকা অনন্যা,
বোন প্রিয়জন ভালোবাসার বন্যা।
তোমার জন্য কেন তবে এ দিবস,
ক্ষণে ক্ষণে অনুরনে তোমারই পরশ।
মিলেমিশে থাকি সদা সুখে আর দুঃখে,
বর্বর কষাঘাতে নারী মরে ধুঁকে।
তুমি আমি মিলেমিশে গড়ি এই ধরা
একদিন নয় প্রিয় অনুক্ষণ স্মরা।
নারীকে অবহেলা করে যে জন,
সে'জন মানুষ নয় পশুর সমান।
তোমার পায়ে বেহেশত আমার,
তোমার বুকেই সুখ,
কন্যা তুমি আমার আশা
স্বপ্ন আগামীর মুখ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/০১ রজব ১৪৪০ হিজরি/০৯ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।