বর্ষ বরণ হৃদয় হরণ
প্রীতিময় এই সম্ভাষণ,
চাইছে মন আগামীর ক্ষণ
প্রদীপ শিখায় উত্তরণ।
পুরান স্মৃতি বিরহের গীতি
যাতনা ময় এই হৃদয়,
ভেসে যাক জরা বেদন হারা
এ ভুবন হোক দীপ্তিময়।
কালা আর ধলা বিভেদ ভুলে
একই ডোরে বাঁধি এ প্রাণ,
মানবতা মাঝে সকাল সাঁঝে
গেয়ে জীবনের জয়গান।
ধনী গরীবের ভ্রাতৃত্ববোধ
মন এক সারি-জমায়েত,
একই বিশ্ব এক মানবতা
পাছে নয় কোনই বিভেদ।
হিংসা বিদ্বেষ দুর্নীতি ভুলে
গড়ি মানবতা ময় মন,
মানুষ সবে এ জগত ভবে
কামনা, নববর্ষ বরণ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/০১ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/২৯ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।