হৃদয়ে আকুল টান ভাললাগা অনুভূতি,
সুরে সুরে অনুরণ পুতুলের সনে প্রীতি।
হররোজ ভাঙ্গা গড়া হৃদয়ের চোরা ঢেউ,
নয়নে নয়ন ভাসে জানে না ভবেতে কেউ।
চাঁদ তারা নয় কিছু ছুঁয়ে মন তনুমন,
ভালবাসা কেঁদে মরে জানে শুধু প্রিয়জন।
নাটাই সুতোর ঘুড়ি নীলাকাশে লুকোচুরি,
মননের আত্মাহুতি সুতো কাঁটা সেই ঘুড়ি।
এই তো চলছে ভবে সকরূন অনুভবে,
সুখ দু'খ অনুভুতি হৃদয়ের কথা সবে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ চৈত্র ১৪২৪/১৮ রজব ১৪৩৯ হিজরী/৬ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715-244190