"তোমার নেতা, আমার নেতা
শেখ মুজিব, শেখ মুজিব,"
একাত্তরে রনাঙ্গনে সেই
মুক্তির মিছিলে শিখা দ্বীপ।
ক্ষণ গণনা হলো যে শুরু
এদিক ওদিক মধুর চাক!
দামাল তমাল সবে মিলে
মুজিব বর্ষের দিচ্ছি ডাক।
অফিস পাড়া ও মহল্লাতে
উড়ছে মুজিব দিনে রাতে,
বেদনা মন অনুরণন
ব্যানার ফেস্টুনের কথাতে!
স্বার্থ লোভীর মৌচাকে ঢিল
আম জনতার মনে আশ,
শোষণ মুক্ত মুজিব বঙ্গে
আগামী সজীব স্বপ্ন চাষ।
জন্ম শত বর্ষে মুজিবের
বিরহী মনন কেঁদে যায়,
আবাল বৃদ্ধ সব হৃদয়ে
আসুক মুজিব চেতনায়।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০২ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ/১৯ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/১৬ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।