খলিফা ওমর রাত্রি জাগি
দ্বারের থেকে দ্বার বিবাগী
অভুক্ত কোন জন!
নিয়ন রঙে আলোকে বসি
আত্ম সুখের হিসাব কষি
চলছে এ জীবন।
আত্মীয়তার বন্ধন ছিঁড়ে
বেহেশত খোঁজ ঐ তিমিরে
নিষ্ঠুর এই মন,
মুখে ঈমানের বানি কথা
কার্য কারণে নিজের ব্যথা
দূর্বার আয়োজন।
কে তুমি ইসলামের ভাই
বলো কোথা মুসলিম পাই
জানাতে এ আহ্বান,
ঈমান আমল আখলাক
অন্তরে সদা অটুট থাক
জাগো মুসলমান।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/৩০ রবিউস সানি ১৪৪১ হিজরি/২৮ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।