সচিন দেব গায় সেই যে দিনগুলি,
আজ তাকদুম তাকদুম বোল ভুলি।
আব্বাসের সোনাবন্ধু যাইবা ছাড়িয়া,
ও বন্ধু কাজল ভোমরা সুর ধরিয়া।
আলিমের পরের জাগা পরের জমি,
করিমের কুল ছাড়া কলঙ্কিনী আমি।
লালনে আপন ঘরের খবর নেনা,
সেথা ছিল কত জীবনের লেনাদেনা।
আজ এই ক্ষণে বিরহী হৃদয় কাঁদে,
মৌলিক সভ্যতা ভুলে কত সুর সাধে।
জন্ম সৃষ্টি ফেলে আরশী পরশী খুঁজে,
ভাবনার ক্ষয় যাতনা কেমনে বুঝে।
নিজেকে ভুলিয়া যে'বা খুঁজে অন্যজনা,
কি দেব পরিচয় তার নাই তো জানা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৭ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/১২ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/২১ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।