জিন-পরী দের ভব নাটকে
আগত আগামীর বাচ্চা,
বলছো ওসব বেশ পুরোনো
অর্থের দু'নীতি সাচ্চা!
ও মোর কদু কিংবা সয়া
নেইকো দাম এ-মাটিতে,
ছেঁড়া কাঁথায় নিদ্রা যাপন
অযথা শীতল পাটিতে!
ডলার বাজার রকেট গতি
বাংলার টাকা তলানি,
রক্ত তবে দিয়েছিল কেনো
মায়ের ভাষায় বলানী!
পুঁজি-তত্ত্বের স্ফীত উদর
পোষা সন্ত্রাসী কড়চা,
নিন্মবৃত্তের হিমশিম দশা
রোজকারের খরচা!
ধর্মবাদের ঐ ঝান্ডার নিচে
মানবতা খাও গিলে,
সত্যের থেকে যোজন দূরে
কান নিয়েছে চিলে!
কেবলই কি তবে বৃত্তবন্ধী
মানুষ এ ভবে নাই!
শিকল ভাঙ্গার আহ্বান আজ
সত্য সে মানুষ চাই।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/১৪ জিলকদ ১৪৪৩ হিজরি/১৫ জুন ২০২২ খ্রিস্টাব্দ।