তুমি কারে... ভালোবাসো
ও মন কারে ভালোবাসো--- (ii)

সদা উতলা সুসান সুমিতা
কার কাছে তে আসো.....,
তুমি কারে... ভালোবাসো
ও মন কারে ভালোবাসো।

তুমি কারে... ভালোবাসো
ও মন কারে ভালেোবাসো।

শুকনো পাতার মর্মর ধ্বনি..
শরৎ বিদায়ে কাঁদে বিরহিণী,
জাগিছে নতুন পল্লব প্রাণে..
ধরা লুটায়.. আগমনী গানে।
কার কাছে তে আসো.....,
তুমি কারে... ভালোবাসো।

তুমি কারে... ভালোবাসো
ও মন কারে ভালোবাসো।

ভাবনার মন ছুঁইবে যখন
স্বপন গেলো যে ভাঙ্গিয়া,
জীবন তরী বাইয়া বাইয়া
গেলো ইশানের রঙ রাঙিয়া।
কার কাছে তে আসো.....,
তুমি কারে... ভালোবাসো।

তুমি কারে... ভালোবাসো
ও মন কারে ভালোবাসো--- (ii)

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/০১ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি/২৬ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।