মনেপ্রাণে ভালবাসি ওগো মোর প্রিয়া,
ভালবাসি আমি তার কৃষ্ণকালো হিয়া।
চোখ তার চোরাবালি প্রেমেতে আন্ধার,
মায়াবী চাহনি তার তীব্র তপস্যার।
নেত্র-পল্লবী ডাকিছে কাছে আসিবার,
ভালবাসা মিলেমিশে শুধু দু'জনার।
কর্ণের-কুহরে তার চাহে শুনিবারে,
ভালবাসি মনেপ্রাণে আমি যে তাহারে।
চঞ্চু-যুগলী চাহে মাধুকরী বিলাস,
আবহ প্রেমের মায়া তৃষিত সুবাশ।
প্রেমের শীতলধারা তাহার রুপেতে,
পূরেছি পথিক আমি অনল ধুপেতে।
ভালবাসি মনেপ্রাণে ভালবাসা চাই,
ভালবাসা ছাড়া ভবে আর কিছু নাই।