কেন এই মিথ্যে অভিনয়
কেন তবে প্রবঞ্চনা,
মঞ্চ সাজিয়েছি বারংবার
জীবনের কাব্য রচনা।
কুয়াশা ভেদে দূর্বার দূর্জয়
শহীদ স্মরণে ঢল,
তবে কেন নাটকের স্ক্রিপ্টে
ভুল প্লাবনের ছল।
বেশ তো হলো রিহার্সাল ঐ
জীবন নাটক তবে,
আটচল্লিশ বসন্ত গত হলো
মঞ্চে উঠবে কবে?
সঠিক অভিনেতা সত্য নাটক
এবার মঞ্চে তোল,
অপেক্ষায় রয় আম জনতা
মিথ্যে বেসাতি ভোল।
আর কতকাল চলবে এভাবে
রঙ্গ মঞ্চে ভবে,
জাগ্রত হও বাঙ্গালী এবার
নাটক মঞ্চায়ন হবে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৩ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/২০ রবিউস সানি ১৪৪১ হিজরি/১৮ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।