এই বেলা এই ক্ষণে
কিছু কথা আনমনে
চমকিয়া উঠে,
প্রভাতে বারিষ রেণু
ঝড়া কাশফুল বেণু
পদতলে লুটে।
পিঁপড়ে সঞ্চয় আশে
গজ চার পায়ে পিশে
করছে লােপাট,
বুকে ব্যথা মুখে হাসি
বেঁচে থাকা বানভাসি
চাবুকে সপাট!
কে'বা নেবে কার পুঁজি
কার কত জমা রুজি
জানেনা তো কেউ,
ঘড়ি কাঁটা দিলে দম
নেই কি ঐ বেশরম
মানবতা ঢেউ!
আসুক বিবেক বোধ
সবিনয়ে অনুরোধ
পুঁজি পাঠ ভুলে,
মানবে সাম্যের গীতি
বিভেদ হেনে সম্প্রীতি
মানবতা মূলে!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ/১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি/০৪ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ।