এই বেশ আছি তো ভালই
পাছে ডেকো না মায়াবী চাদরে,
এই বেশ আছি তো ভালই। .......(Ii)
কত ফুল পায়ে ডলে প্রভাত বেলায়
কত অলি বিরহের সূর সাধনায়,
তবু মন প্রেমদহে তোমাকেই চায়
এই বেশ আছি তো ভালই।
এই বেশ আছি তো ভালই
পাছে ডেকো না মায়াবী চাদরে,
এই বেশ আছি তো ভালই।
সবারই প্রেমগীত হয় না সাধন
তবু আশা ভালোবাসা না পাওয়া এ মন,
আমার হৃদয় আজও তোমাতে হারায়
এই বেশ আছি তো ভালই।
এই বেশ আছি তো ভালই
পাছে ডেকো না মায়াবী চাদরে,
এই বেশ আছি তো ভালই। .......(Ii)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/২০ রবিউস সানি ১৪৪০ হিজরী/২৮ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।