মনের ঘরে আউলা ঝড়ে- স্বপ্ন ভেঙে ছাই!
খেলছ খেলা জীবন ভেলা শান্তি কোথা পাই!
মন প্রেমের অবশ ডাঙ্গা,
অপেক্ষা ক্ষণ বিরহী রাঙা,
বিশ্ব ধরা বিবেক হারা- সভ্যতা বুঝি নাই!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/২১ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/১৬ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।