মন বন্ধুয়া মনের ঘরে
চুপিসারে বসত করে,
সে কথা কেউ তো জানলে না।
ও বন্ধুরে........
বন্ধুয়ারে আজও চিনলাম না। ....(ll)
সৃষ্টির ক্ষণে দৃষ্টি ভরি
আদর যতন সোহাগ করি,
মন পিঞ্জিরায় বেঁধেছিলে বাস,
ও বন্ধুরে........
কাননে প্রেম করেছিলে চাষ। ....(ll)
আজি এ নিদানের কালে,
দেহ ছাড়ি চলে গেলে!
এই কি তোমার প্রেমের সর্বনাশ?
ও বন্ধুরে........
কেন এ মনে গড়েছিলে বাস! ....(ll)
মন পিঞ্জিরায় বেঁধেছিলে বাস,
এই কি তোমার প্রেমের সর্বনাশ!
ও বন্ধুরে...........
মন পিঞ্জিরায় বেঁধেছিলে বাস
এই কি তোমার প্রেমের সর্বনাশ!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ/১৫ জিলহজ্ব ১৪৪১ হিজরি/০৬ আগষ্ট ২০২০ খ্রিস্টাব্দ।