ইচ্ছে পূরণ নিষেধ বারণ
তোরই প্রেমে পাগল এ'মন,
বন্ধুর ভালোবাসার লাগি
রয় উদাসী আমার এ মন।
মন.....ও মন.....
মন রে আমার.....
আমার সকল দিবস রাতি
তোর বিরহে মোমের বাতি,
ছাড়ি সকল সঙ্গী সাথী
কোথায় পাব প্রাণের সুজন?
ইচ্ছে পূরণ নিষেধ বারণ
তোরই প্রেমে পাগল এ'মন।
মন.....ও মন.....
মন রে আমার.....
তোরই প্রেমে আলতা চুড়ি
সাজাই এ'মন ইচ্ছে ঘুড়ি,
তোর হাতে মন'নাটাই ছাড়ি
রয় উদাসী আমার এ'মন।
ইচ্ছে পূরণ নিষেধ বারণ
তোর প্রেমেতে পাগল এ'মন।
ইচ্ছে পূরণ নিষেধ বারণ
তোরই প্রেমে পাগল এ'মন,
বন্ধুর ভালোবাসার লাগি
রয় উদাসী আমার এ মন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৩ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/০৯ শাবান ১৪৪০ হিজরি/১৬ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।