আমার এ মন বন্ধুয়ারে
দেখিবারে চায়,
জানি না মোর বন্ধু তুমি
আছো গো কোথায়।................ (II)
পরাণ বন্ধু তোমার লাগি
কান্দি অবেলায়।................ (II)
ছোট্ট বেলায় খেলার ছলে
বকুল তলায়,
খেলেছিলাম প্রেমের খেলা
মোরা দু'জনায়।
পরাণ বন্ধু তোমার লাগি
নয়ন ভেসে যায়।
ভেঙে দিলে মায়ার বাঁধন
কোন সুখের আশায়!
কেমন আছো কোথায় আছো
জানে বিধাতায়।
পরান বন্ধু তোমার লাগি
কান্দি এ বেলায়।
কত অভিমানে রে বন্ধু
অচিন দেশে যায়,
তোমায় ছাড়া কেমনে থাকি
কি করি উপায়।................ (II)
পরাণ বন্ধু তোমার লাগি
নয়ন ভেসে যায়।................ (II)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/১৯ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/২৫ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।