ও.....দম........দম রে আদম,
প্রাণ দম..... দম.. আমার দম। ........(২)
কেন আসিস এই দেহতে
যাস চলে কার ইশারায়, ........(২)
অচিন পাখি চেনা বড়ই দায়..
দমের ঘড়ি কখন থেমে যায়...।
কত আশা ভালোবাসা
স্বপ্ন সুখে হৃদয় ভাসা, ........ (২)
শত আশা ভালোবাসা শুধুই বাঁচার আশায়...
দমের ঘড়ি কখন থেমে যায়...।
অচিন পাখি যায় রে উড়ি
খুঁজি জীবন পাখির ঘুড়ি, ........ (২)
তবুও মন পায়'না জীবন অনন্তের ঐ সীমানায়...
দমের ঘড়ি কখন থেমে যায়...।
ও.....দম........দম রে আদম,
প্রাণ দম..... দম.. আমার দম। ........(২)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/৩০ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি/০৬ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।