ও মন..
দেখে সবাই চোখের পানি
কপোল চুইয়ে পরে ...... ....(২)
দেখে না কেউ মনের ভেতর
দেখে না কেউ মনের ঘরে
তুষের আগুন জ্বলে রে মন
কপোল চুইয়ে পরে।
রবির আলোয় প্রভাত হলে
যায় গো সবই দেখা ...... ....(২)
মনে প্রেমের আলো জ্বেলে
প্রেমের আলো মনে জ্বেলে
আঁধার ঘরে একা রে মন
চোখের পানি দেখা।
যাতনা মন সাঁই নিরঞ্জন
কেন দূরে থাকা ...... ....(২)
প্রেমের দহন যায় না সওয়া
প্রেমের দহন না যায় সওয়া
তুই হীনা মন ফাঁকা রে
চোখের পানি দেখা।
দেখে সবাই চোখের পানি
কপোল চুইয়ে পরে ...... ....(২)
দেখে না কেউ মনের ভেতর
দেখে না কেউ মনের ঘরে
তুষের আগুন জ্বলে রে মন
কপোল চুইয়ে পরে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/২৫ রবিউস সানি ১৪৪০ হিজরী/০২ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।