এই মনের ঘরে মন মহুয়া তোমার লাগি কান্দে,
উথাল পাথাল মনটা আমার কোন শিকলে বান্ধে।
মনের ঘরে মন মহুয়া বন্ধুর লাগি কান্দে,
উথাল পাথাল হৃদয় আমার কার পিরিতে বান্ধে।
তোমার হিয়া মেঘা প্রিয়া বন্ধু নয়ন তারা,
সকাল দুপুর আঁধার রাতে হই যে দিশেহারা।
জীবন পালা যাচ্ছে বেলা কয় না পুতুল কথা,
বিরহী এ হৃদয়ে আমার পায় যে ভীষন ব্যথা।
মনের ঘরে মন মহুয়া তোমার লাগি কান্দে,
উথাল পাথাল হৃদয় আমার কার পিরিতে বান্ধে।
তোমার লাগি বন্ধু আমার মন করে আনচান,
ছিলাম বন্ধু তোমার আছি জানাই এ আহ্বান।
প্রেম কাননে আইস রে বন্ধু অভিমান ভুলিয়া,
তোমারে না পাইলে রে বন্ধু যাব যে মরিয়া।
মনের ঘরে মন মহুয়া তোমার লাগি কান্দে,
উথাল পাথাল মনটা আমার কোন শিকলে বান্ধে।
মনের ঘরে মন মহুয়া বন্ধুর লাগি কান্দে,
উথাল পাথাল হৃদয় আমার কার পিরিতে বান্ধে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/১৮ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/২৭ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।