সেই দিন .......সেই দিন
তুমিও কি ছিলে অমলিন?...... (II)
বেহালায় তাল ছিল
সুরেতে মাতাল ছিল,
ভালোবাসা ছিল হায়
প্রেমেতে বিলীন।
সেই দিন .......সেই দিন
তুমিও কি ছিলে অমলিন?...... (II)
জোনাকি রাত ছিল
পূর্ণিমা চাঁদ ছিল,
বাতায়নে সৌরভে
কলিতে বিলীন।
সেই দিন .......সেই দিন
তুমিও কি ছিলে অমলিন?...... (II)
আজ তুমি নেই পাশে
হৃদয়ে বেদনা ভাসে,
মনে পড়ে মধু মাখা
হারানো সে দিন।
সেই দিন .......সেই দিন
তুমিও কি ছিলে অমলিন?...... (II)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ/৩০ মহরম ১৪৩৯ হিজরী/১১ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com