বাঁশের চাটাই শবের খাট
ক্ষনিক দূরে গড়ের মাঠ
অচিনপুর আর কতদূর বল
রে বন্ধুয়া..
অচিনপুর আর কতদূর বল।
মিছেই আশা ভালবাসা
বাঁধলি মনে প্রেমের বাসা
আজ কেন হায় ভাঙ্গলি তারে বল
রে বন্ধুয়া..
অচিনপুর আর কতদূর বল।
বন্ধুরে মোর নিলা কেড়ে
কেমনে থাকি একা ঘরে
তাঁরে বিহনে আখি ছল্ ছল্
রে বন্ধুয়া..
বন্ধু বিহনে কেমনে থাকি বল।
বন্ধুয়া মোর গহীন মনে
রেখ তারে অতি যতনে
বন্ধুর কাছে আমায় নিয়ে চল
রে বন্ধুয়া..
বন্ধুর কাছে আমায় নিয়ে চল।
ভব সাগরের মায়া ছাড়ি
অচিনপুরের গাড়ি ধরি
বন্ধুর কাছে কেমনে যাব বল
রে বন্ধুয়া..
বন্ধু ছাড়া কেমনে থাকি বল।
বন্ধু আমার জীবন মরণ
বন্ধু আমার প্রাণের সুজন
বন্ধুহীনে কেমনে থাকি বল
রে বন্ধুয়া..
বন্ধু আমার জীবনমরণ বল।
বাঁশের চাটাই শবের খাট
ক্ষনিক দূরে গড়ের মাঠ
অচিনপুর আর কতদূর বল
রে বন্ধুয়া..
বন্ধু আমার প্রেমেরই সম্বল।
# # গড়ের মাঠ রূপক অর্থে পরকালকে বুঝানো হয়েছে। # #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৮ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ/১৭ শাওয়াল ১৪৩৯ হিজরী/০২ জুলাই ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190