শান্ত সুবোধ নদীর জলে
নাও ভাসাব দু'জন মিলে
তুমি আমার থাকলে পাশে
আমি আসব নদীর কুলে
বন্ধু...
আসব নদীর কুলে।

বান ডাকিলে নদীর বুকে
হাত ধরিব আবীর মেখে
ঝঞ্জা বিপদ অসীম বাধা
পার হইব একই সাথে
বন্ধু...
দু'জন একই সাথে।

ছোট্ট বেলার মাদল দোলে
স্বাক্ষী শতায়ু হিজল তলে
হীম পরশে ভেলায় মিলে
মাটি পুতুল খেলার ছলে
বন্ধু...
পুতুল খেলার ছলে।

আলো ধুসর নিকষ ত্রাসে
আজ দিবস নিশিতে বন্ধু
তুমি আমার থাকলে পাশে
জয় করিব জগত সিন্ধু
বন্ধু...
জয়িব জগত সিন্ধু।

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ/১৬ শাওয়াল ১৪৩৯ হিজরী/০১ জুলাই ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190