কে যাস রে জীবন তরী বাইয়া
আমার এ মনরে কইও বেলা যে যায় বইয়া
তোরা কে যাস... কে যাস...(২)

কি যে মনের যাতনা কেন রে
কারে সুধাই জানি না, জানি না
অবহেলায় সময় চলে গেল রে
জীবনের স্বাদ পাইলাম না, পাইলাম না
চেয়েছিলাম রে কতই আশা কইরা
আমার এ জীবন যাবে পুস্প সুধায় ভইরা
তোরা কে যাস... কে যাস...(২)

মন কান্দে... কান্দে...
মন কান্দে কান্দে মন কান্দে রে
মন কান্দে
বারি ঝরে ঝরে নয়ন ভরে রে
বারি ঝরে
বিধুর মনরে বুঝাইতে পারি না
কান্দে কান্দে মন কান্দে
প্রাণ বন্ধুরে মনরে কইও গিয়া
এই অবেলায় কালের খেলায় সঠিক পথে চইলা
তোরা কে যাস... কে যাস...

সাঝের বেলা বৈশাখী ঝড় আইল রে
দিকের দিশা বুঝলাম না, বুঝলাম না
জীবন নাশের ধ্বংস খেলা আইল রে
আলোর দেখা পাইলাম না, পাইলাম না
হৃদয় বিধি রে তুমি সদয় হইয়া
আলোর দেখা দিও না হয় জীবন যাবে চইলা
তোরা কে যাস... কে যাস...

কে যাস রে জীবন তরী বাইয়া
আমার এ মনরে কইও বেলা যে যায় বইয়া
তোরা কে যাস... কে যাস...(২)

# #
হৃদয়ের ক্ষরণ
কাব্য কথায় অনুরণ..

যে গীত (শ্রদ্ধেয় প্রয়াত সচিন দেব বর্মনের বিখ্যাত গান: কে যাস রে..) আমাকে সব সময় মোহিত করে, সেই প্রিয় সুরে আমি কি পারি না আমার মনের দু'টো কথা বলতে?
##

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/৯ শাবান ১৪৩৯ হিজরী/২৬ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190