এই রাতের তারা.......
এই রাতের তারা, তুই একটু দাঁড়া,
সুদূরে রয়েছে প্রিয়া মনকাড়া।
এই রাতের তারা.......

ওগো চাঁদের কিরণ.......
ওগো চন্দ্র কিরণ, কাঁপে এই তনুমন,
প্রিয়ার রূপেতে রাঙ্গা বিশ্বভুবন।
ওগো চাঁদের কিরণ.......

প্রিয় বকুল বেলী.......
প্রিয় বকুল বেলী, যত গন্ধ ঢালি,
প্রিয়ার সুবাসে মন উতলী।
প্রিয় বকুল বেলী.......

শোন হিমেল হাওয়া.......
শোন হিমেল হাওয়া, পরশে তন্দ্রা যাওয়া,
প্রিয়ার মাদুর আবেশ পাওয়া।
শোন হিমেল হাওয়া.......

ওগো নিশুতি পাখি.......
ওগো নিশুতি পাখি, বিরহে ডাকা ডাকি,
সাগর মাতম ঐ'কাজল আঁখি।
ওগো নিশুতি পাখি.......

ঐ প্রভাত আলো.......
ঐ প্রভাত আলো, দিবসে কিরণ ঢালো,
বেসেছি প্রিয়াকে আমি ভাল।
ঐ প্রভাত আলো.......


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/৮ শাবান ১৪৩৯ হিজরী/২৫ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190