হয়তো গিয়েছ তুমি ভুলে
এই আমাকে এই ক্ষণ,
পেরেছ কি ভুলিতে তুমি
সেই স্মৃতিময় অনুরণ।
নতুন অতিথি সনে তুমি
মেতেছ আবীর রঙ খেলায়,
ধুলোমাখা স্মৃতি গুলো হায়
জানি কিগো ভুলেছ আমায়?
নেই কোন অভিযোগ হেথা
তুমি সুখে থাক তাই,
দূরে থাকা আজ অভিমান
মন ব্যথা হৃদয়েতে ঠাঁই।
ক্ষণেক্ষণে মন কেঁদে যায়
তোমার ভাল থাকার আশায়,
কাননে নতুন অলির সনে
মধুর প্রেমের গান গায়।
নতুন রবির প্রভাত সনে
পুরনো স্মৃতি যদিগো কাঁদায়,
তব ভুলে যেওগো আমায়
হৃদয়ে ক্ষত চোরা কাঁটায়।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/৭ শাবান ১৪৩৯ হিজরী/২৪ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190