ও আমার স্বপ্ন আঁকার দল
চলরে সবাই মিলে চল
গড়রে বিশ্বটাকে দিয়ে তোর অন্তরেরই বল। ....(II)

আকাশের ঐ মেঘ যে কালো
ছিনিয়ে আনরে নতুন আলো
ছড়িয়ে দেরে দূনিয়াতে সত্যেরই মাদল।

ও আমার স্বপ্ন আঁকার দল
চলরে সবাই মিলে চল
গড়রে বিশ্বটাকে দিয়ে তোর অন্তরেরই বল।

দেয়ালে তোলরে তুলির ছোঁয়া
হটিয়ে দে তোর নষ্ট ধোঁয়া
আঁকরে নতুন রঙে সবে মিলে চল।

ও আমার স্বপ্ন আঁকার দল
চলরে সবাই মিলে চল
গড়রে বিশ্বটাকে দিয়ে তোর অন্তরেরই বল। ....(II)


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/৩ শাবান ১৪৩৯ হিজরী/২০ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190